বান্দরবানে প্রধানমন্ত্রীর দেয়া শীত বস্ত্র বিতরণ

বান্দরবান জেলায় আজ গরীব ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শীতের আগমনী বার্তা আসার শুরুতেই আজ বুধবার সকালে বান্দরবানের গরীব ও দুঃস্থ মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো শীতবস্ত্র বিতরণ করেছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান।

বান্দরবান জেলা প্রশাসনের উদ্যোগে আজ বুধবার সকালে বান্দরবান পৌরসভার ১৫০ জন এবং সদর উপজেলার ৫০ জনসহ এ বছরে মোট ২৪০০ পরিবারকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বান্দরবান শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে আয়োজিত এ অনুষ্ঠানে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, চট্টগ্রাম বিভাগীয় সরকারি কর্মচারী কল্যাণ বোর্ডের পরিচালক নবাব আসলাম হাবিব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. লুৎফুর রহমান এবং অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।