শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যানের হুমকি ধামকি ও ক্লাবঘর ভাংচুরের প্রতিবাদে স্বতন্ত্র (ইউপি) চেয়ারম্যান প্রার্থী সংবাদ সম্মেলন করেছেন। আজ শুক্রবার সকালে শরীয়তপুর জেলার সদর উপজেলার ডোমসার বাজারে এ সংবাদ সম্মেলন করেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাষ্টার মজিবুর রহমান খান । আগামী ১১ নভেম্বর ২য় ধাপের ইউপি নির্বাচনে ডোমসার ইউনিয়নে সুষ্ঠু ও শান্তিপুর্ণ ভোট প্রত্যাশা করেন তিনি।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাষ্টার মজিবুর রহমান খান ও স্থানীয় সুত্রে জানা যায়, শরীয়তপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম তপাদার গত ১লা নভেম্বর ডোমসার ইউনিয়নের ভর্তাইসার স্কুল মাঠে নৌকার মনোনিত প্রার্থী মিজান মোহাম্মদ খানের নির্বাচনী জনসভায় বক্তব্য দেন । সেখানে তিনি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাষ্টার মজিবুর রহমানের বিরুদ্ধে নানাবিদ হুমকি ধামকি প্রদান করেন, যা ইতোমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় আশরাফ আলী মাদবর, গিয়াস উদ্দিন খান, গোলাম মোস্তফা, হাজী আবু বকর সিদ্দিক ঢালী সহ আরো অনেকে। এ সময় শরীয়তপুর জেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।