যাদের বিপক্ষে মাস দুয়েক আগে ঘরের মাঠে দাপুটে সিরিজ জয়ের স্মৃতি এখনো তরতাজা, আজকের ম্যাচে সেই অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ঐতিহাসিক শারজাহ ও আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে হারের শোকগাঁথা লেখা হলেও দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের শেষ ম্যাচে জয়ের প্রত্যাশা নিয়েই বৃহস্পতিবার (৪ নভেম্বর) মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।
অস্ট্রেলিয়ার জন্য সেমিফাইনালের পথে আরও একধাপ এগোনোর রাস্তা হলেও বাংলাদেশের জন্য শুধু নিয়মরক্ষার ম্যাচ এটি। সুপার টুয়েলভে টানা ৪ ম্যাচ হেরে ইতিমধ্যে বিশ্বকাপের পরবর্তী রাউন্ড বা সেমিফোইনালে যাওয়ার পথ রুদ্ধ হওয়া নিশ্চিত হয়ে গেছে। তবে আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপে সরাসরি খেলার জন্য জয়টা খুবই প্রয়োজন বাংলাদেশ দলের জন্য।
টি-টোয়েন্টিতে এযাবৎ বাংলাদেশ ৯ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে। ঘরের মাঠে ৫ ম্যাচের সিরিজের আগে চারটি ম্যাচই ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে। ক্রিকেটের সংক্ষিপ্ত আসরের বিশ্বকাপে চারবারের দেখায় সববারই জয় পেয়েছে ক্যাঙারু বাহিনী। ৫ ম্যাচের সিরিজে বাংলাদেশ জিতেছিল ৪-১ ব্যবধানে। ৯ ম্যাচের সমীকরণে ৫-৪ এ এগিয়ে আছে অস্ট্রেলিয়া।
আজকের ম্যাচে জিততে পারলে পরের বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি খেলার সুযোগও হতে পারে। ফাইনালের পরদিন র্যাংকিংয়ের সেরা ৮ দল সুযোগ পাবে সরাসরি বিশ্বকাপ খেলার। বাংলাদেশ আছে ৯ নম্বরে। সমান ২৩৪ রেটিং হলেও মাত্র দশমিক ৫ পয়েন্ট এগিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজ ৮ নম্বরে। ২৩০ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা ১০ নম্বরে । আর ২৩৫ পয়েন্ট নিয়ে সাতে আফগানিস্তান। বাংলাদেশ অজিদের বিপক্ষে জিততে পারলে সরাসরি তাদের মাটিতে খেলার সুযোগ পেতে পারে। তবে তার জন্য ওয়েস্ট ইন্ডিজের একটি হার নিশ্চিত করতে হবে।
সবশেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা একাদশে কিছুটা পরিবর্তন হতে পারে। পেসার মোস্তাফিজুর রহমানকে দেখা যেতে পারে একাদশে। বাদ পড়তে পারেন শরিফুল ইসলাম।