ক্ষমতসীন আওয়ামী লীগের সংসদীয় দলের চতুর্থ সভা ডাকা হয়েছে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি)।
জাতীয় সংসদের অধিবেশন শেষে রাত ৮টায় সংসদ ভবনের লেভেল ৯-এ সভা হবে।
জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সভায় সভাপতিত্ব করবেন।
দলীয় এমপিদের এ সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।