হোম বাংলাদেশ জাতীয় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক বাঘার ইন্তেকাল

বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক বাঘার ইন্তেকাল

১৯৭১’এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, সময়ের সাহসী সন্তান, দুলারচর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আব্দুল মালেক (বাঘা মালেক) বীর প্রতীক গতকাল ০২ নভেম্বর, ২০২১ রোজ মঙ্গলবার রাত সাড়ে ৮টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি মহান মুক্তিযুদ্ধে গেরিলা ট্যাকটিকস এবং হিট এন্ড রান অপারেশনে অসামান্য বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অনেক দুর্ধর্ষ ও সাহসী অপারেশনে অংশগ্রহণ করেন এই বীর সন্তান। তন্মধ্যে উল্লেখযোগ্য একটি হচ্ছে পাক হানাদার বাহিনীর কড়া নিরাপত্তা বেষ্টনী ভেদ করে ঢাকার অদুরের সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশন উড়িয়ে দেয়া ।

আব্দুল মালেক বাঘা মুক্তিযুদ্ধ পরবর্তীতে মুজিব আদর্শের প্রতীক হয়ে দেশ উন্নয়নে ঝাঁপিয়ে পড়েন। তৎকালীন পূর্ব মাদারীপুর উন্নয়ন সমিতি, পরবর্তীতে শরীয়তপুর জেলা উন্নয়ন সমিতি গঠন ও জেলার পূর্বাঞ্চলের উন্নয়নে তিনি ব্যাপক ভুমিকা রাখেন। তিনি দুলারচর হাই স্কুল প্রতিষ্ঠা ছাড়াও আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার জন‌্য অক্লান্ত পরিশ্রম করেন। উল্লেখ্য, হাজী শরীয়তুল্লাহ কলেজ প্রতিষ্ঠার নেপথ্যের কারিগরদের অন্যতম কারিগর প্রয়াত জনাব বাঘা মালেক, বীর প্রতীক। আজকের সখিপুর থানা প্রতিষ্ঠার নেপথ্য ইতিহাসেও জড়িত বাঘা মালেকের নাম। দেশ, জাতি ও সমাজ গঠনে এমন শতশত কর্মকাণ্ডে আমরণ সংগ্রাম করে এই নশ্বর ভুবন থেকে বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক বাঘা। সৃষ্টি করে গেলেন কিছু ইতিহাস, রেখে গেলেন কিছু আদর্শ। হে বীর, আপনার প্রতি সালাম।

আজ বাদ ফজর পুরান ঢাকায় মরহুমের প্রথম জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে তাঁর জন্মস্থান শরীয়তপুরের সখিপুরে। দুলারচর উচ্চ বিদ্যালয় মাঠে আজ বুধবার মরহুমের দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মালেক বাঘা ডে নিউজের সম্পাদক এস এম আলতাফ হোসাইনের সম্মানিত শ্বশুর এবং বিশিষ্ট নারী শিল্পোদ্যোক্তা আমাতুন নূর শিল্পীর আব্বা।