হোম অর্থনীতি অক্টোবরে রেমিট্যান্স কমেছে ২১ শতাংশ

অক্টোবরে রেমিট্যান্স কমেছে ২১ শতাংশ

প্রবাসীদের পাঠানো অর্থ অক্টোবর মাসে গত বছরের একই সময়ের তুলনায় ২১ শতাংশ কমে এসেছে ১ হাজার ৬৪৭ মিলিয়ন মার্কিন ডলার। গত বছর সেপ্টেম্বর মাসে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ১০২ মিলিয়ন ডলার। সেই হিসাবে কম এসেছে ৪৫৫ মিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসের তুলনায় অক্টোবরে রেমিটেন্স কম এসেছে ৪ শতাংশ। সেপ্টেম্বর রেমিটেন্স এসেছিল ১ হাজার ৭২৭ মিলিয়ন ডলার।

চলতি অর্থবছরের প্রথম চার মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৭ দশমিক ০৫ বিলিয়ন ডলার। যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ কম। গেল অর্থবছরে প্রথম চার মাসে দেশে এসেছিল ৮ দশমিক ৮১ বিলিয়ন ডলার।
২০২০ সালের মার্চে মহামারি করোনাভাইরাসের প্রকোপ শুরুর পর বৈধপথে রেমিটেন্স বাড়তে শুরু করেছিল। সম্প্রতি করোনার প্রকোপ কমে যাওয়ার পাশাপাশি মানুষের বিদেশ ভ্রমণ বেড়ে যাওয়ায় আবারও কমতে শুরু করেছে রেমিটেন্স। ফলে সরকারের ২ শতাংশ প্রণোদনার সঙ্গে কয়েকটি ব্যাংকের বাড়তি ১ শতাংশ প্রণোদনা দিয়েও বৈধপথে রেমিটেন্সের প্রবৃদ্ধির ধারা ব্যাহত হচ্ছে।