জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে কেমন করবেন আকবররা?

ঢাকা: বাংলাদেশ সফরে একটি টেস্ট ম্যাচ খেলবে জিম্বাবুয়ে। ২২ ফেব্রুয়ারি সেই ম্যাচের আগে দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে দলটি। তাদের প্রতিপক্ষ বিসিবি একাদশ। এই ম্যাচটির দিকে সবাই তাকিয়ে আছে। কারণটা আর কিছু নয়, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের ছয় সদস্য বিসিবি একাদশের হয়ে এই ম্যাচে খেলবেন। ফলে এই ম্যাচ নিয়ে ক্রিকেটপ্রেমীদের আলাদা আগ্রহ তৈরি হয়েছে।

আকবর-শরিফুলদের এই ম্যাচে নেতৃত্বের আর্মব্যান্ড তুলে দেওয়া হয়েছে আল আমিন জুনিয়রের কাঁধে। অনূর্ধ্ব-১৯ দলের ছয় জনের সঙ্গে থাকবেন একঝাঁক তরুণ ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা বলতে শুধু মোহাম্মদ নাঈম ও আমিনুল ইসলামের রয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেএসপিতে সকাল সাড়ে ৯টায় শুরু হবে দুই দিনের প্রস্তুতি ম্যাচ। অনূর্ধ্ব-১৯ দলের যে ছয় জন ক্রিকেটার খেলবেন তারা হলেন, আকবর আলী, মাহমুদুল হাসান, শরিফুল ইসলাম, পারভেজ হোসেন, তানজিদ হাসান ও শাহাদাত হোসেন।

জিম্বাবুয়ের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের লক্ষ্য সম্পর্কে কোচিং স্টাফের সদস্য তালহা জুবায়ের বলেছেন,‘ প্রস্তুতি ম্যাচে নিজেদের পরখ করে নেওয়াই মূল লক্ষ্য। আমাদের বোলারদের প্রধান লক্ষ্য, এক ইনিংসে ওদের অলআউট করব।’

বিসিবি একাদশ: মোহাম্মদ নাঈম, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, আকবর আলী, আল আমিন জুনিয়র, ফারদিন অনি, শরিফুল ইসলাম, সুমন খান, মুকিদুল ইসলাম, আমিনুল ইসলাম, রিশাদ হোসেন , শাহাদাত হোসেন ও তানজিদ হাসান।