ড. রেজা কিবরিয়াকে আহ্বায়ক এবং নুরুল হক নূরকে সদস্য সচিব করে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে দলটির কার্যালয়ে বাংলাদেশ গণ অধিকার পরিষদ’ নামে এই দলটির ঘোষণা দেয়া হয় যেটির আহ্বায়ক কমিটিতে রয়েছেন ১০১জন সদস্য। তাদের দলের স্লোগান হচ্ছে জনতার অধিকার, আমাদের অঙ্গীকার ।গণ অধিকার পরিষদের মূলনীতি হল গণতন্ত্র,ন্যায় বিচার,অধিকার, জাতীয় স্বার্থ ।
নুরুল হক নূর কোটাবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে খ্যাতি পান। পরে তিনি ডাকসুর ভিপি নির্বাচিত হন। তাকে ভিপি নূর বলে অনেকেই চেনেন। কোটাবিরোধী আন্দোলন করে আলোচনায় আসা সংগঠন ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক তিনি। আর রেজা কিবরিয়া প্রয়াত শাহ এএমএস কিবরিয়ার ছেলে। একটি বোমা হামলায় নিহত শাহ এএমএস কিবরিয়া আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী ছিলেন।
নুরুল হক নূর ২০২০ সালের ডিসেম্বরে একটা রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছিলেন। গত বছর ২২ ডিসেম্বর ঢাকার পল্টন মোড়ে ছাত্র অধিকার পরিষদ আয়োজিত কালো পতাকা ও বিক্ষোভ মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে এ কথা জানিয়েছিলেন তিনি নিজেই। তিনি সেই দলের নাম রেখেছিলেন ‘গণ অধিকার পরিষদ’।