শরীয়তপুর প্রতিনিধি :
নির্বাচনী সভা চলাকালীন সময় আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ও সাবেক চেয়ারম্যান মাষ্টার মজিবুর রহমানের অফিস ও বাসাবাড়ী, হামলা, ভাংচুর এর ঘটনা ঘটেছে বলে ডোমসার বাজারের ব্যবসায়ী এনায়েত হোসেন মাদবর জানিয়েছেন। এ সময় আশপাশে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানসহ ৪টি মোটর সাইকেল ভাংচুর করেছে সন্ত্রাসীরা। এতে অন্তত: ২০ জন নেতাকর্মী আহত হয়েছে। বুধবার রাতে জেলার সদর উপজেলার ডোমসার বাজারে এ ঘটনা ঘটে। এতে পরো এলাকা আতংক বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ডোমসার ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের ছেলে পলাশ খান ও স্থানী সুত্রে জানা গেছে, গতকাল বুধবার রাতে ডোমসার বাজারের দক্ষিন মাথায় আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ও সাবেক চেয়ারম্যান মাষ্টার মজিবুর রহমানের নির্বাচনী অফিসে কর্মী ও সমর্থকদের নিয়ে নির্বাচনী আলোচনা সভা করছিলেন।
এ সময় একই ইউনিয়নের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মিজান মোহাম্মদ খানের সমর্থকরা নৌকার মিছিল নিয়ে প্রথমে ডোমসার বাজারের বিভিন্ন সড়কে প্রদক্ষিন করে। মিছিল নিয়ে তারা বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান মাষ্টার মজিবুর রহমান খানের অফিসের এসে মিছিলকারীরা অর্তকিত হামলা চালায়। এ সময় সাবেক চেয়ারম্যানের অফিস ও বাসায় ব্যাপক হামলা চালিয়ে ভাংচুর করে। এতে সাবেক চেয়ারম্যান ও বর্তমান আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মজিবুর রহমান খান( ৬০), মো: আজাহার বেপারী (৮০), খলিল মৃধা( ৫০), মো: আলি হোসেন(৬৫), আজাহার মাদবর (৫৫), ছাত্তার মাদবর( ৪০), আমির হোসেন মুন্সি (৫৬), রুবেল ফকির (৩৫), মুন্ন খান (২৭), জাহাঙ্গীর মাদবর (৪৫), এনায়েত মাদবর (৩০), সহ ২০ জন মারান্তক আহত হয়। আহতদের শরীয়তপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লীনিকে ভর্তি করা হয়।
হামলার সময় অফিসের সামনে থাকা ৪টি মোটর সাইকেল ও বাদশা গ্লাস হাউস, মেঘনা বস্ত্র বিতান, সুমন ইলেকট্রনিক্স এর দোকান, জাহাঙ্গীর স্টোডিও সহ ৬টি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করে সন্ত্রাসীরা। ঐ রাতে আতংকে ডোমসার বাজোরের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।