হোম বাংলাদেশ দগ্ধ মায়ের পরে ছেলের মৃত্যু

দগ্ধ মায়ের পরে ছেলের মৃত্যু

নারায়ণগঞ্জ: জেলার সিদ্ধিরগঞ্জে গ‌্যাসের আগুনে দগ্ধ কিরণ মিয়া (৪৫) নামে আরো একজনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তার শরীর ৭০ ভাগ পুড়ে গিয়েছিল।

এর আগে সোমবার বেলা ১১টায় কিরণ মিয়ার মা নূরজাহান বেগম (৬০)  মারা যান। তিনিও ঢামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আগুনে তার শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল।

উল্লেখ্য, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে সাইনবোর্ড এলাকার একটি পাঁচ তলা ভবনের নিচ তলায় গ‌্যাসের আগুনে একই পরিবারের ৮ জন দগ্ধ হন।