টি-টোয়েন্টি নতুন রেকর্ড বাংলাদেশের

স্কটল্যান্ডের বিপক্ষে হোচট খেয়ে বিশ্বকাপ শুরু করেছিলো বাংলাদেশ ক্রিকেট দল, শঙ্কায় ফেলে দিয়েছিলো বিশ্বকাপে সুপার টুয়েলভে খেলাটাও। পরের ম্যাচে ওমান ক্রিকেট দলকে হারিয়ে বিশ্বকাপে নিজেদের টিকে রেখেছে টাইগাররা, পাশাপাশি এই জয়ে নতুন এক রেকর্ডও গড়েছে বাংলাদেশ।
নিউজিল্যান্ডকে ৫ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারিয়ে নির্দিষ্ট একটা বছরে সর্বোচ্চ জয়ের রেকর্ড আগেই ভেঙেছিলো বাংলাদেশ, এবার এক বছরে প্রথমবারের মতো ১০ টি-টোয়েন্টিতে জয়ের রেকর্ড গড়েছে টাইগাররা।২০২১ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয়ের সংখ্যা এখন ১০, এর আগে ২০১৬ সালে এক বছরে সর্বোচ্চ ৭ ম্যাচে জয় পেয়েছিলো সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদরা। নতুন এই অর্জনে বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের ভূমিকা সবচেয়ে বেশি, এবার জয়ের সেই সংখ্যাকে আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে বাংলাদেশের সামনে। বিশ্বকাপে প্রথম রাউন্ডে পাপুয়ানিউগিনির বিপক্ষে আরও একটি ম্যাচ বাকি, অঘটন না ঘটলে সেই ম্যাচে সহজ জয়ই পাওয়ার কথা বাংলাদেশের। এরপর সুপার টুয়েলভে আরও ৫ টি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ, সেমিফাইনাল কিংবা ফাইনালে উঠলে বেড়ে যাবে ম্যাচ খেলার সম্ভাবনাও।

এক বছরে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি জয়:
১০* জয় – ২০২১
৭ জয় – ২০১৬
৫ জয় – ২০১৮
৪ টি করে জয় আছে ২০১২ ও ২০১৯ সালে