এমপি হচ্ছেন জিএম কাদেরের স্ত্রী

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন পেয়েছেন দলটির চেয়ারম্যান জিএম কাদেরের স্ত্রী শেরিফা কাদের।জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের শূন্য পদে মনোনয়ন পত্র জমা দেওয়ার সময়সীমা ছিল ১৭ অক্টোবর। এই সময়ের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী শেরীফা কাদেরের মনোনয়নপত্র দাখিল করা হয়। দাখিলকরা মনোনয়নপত্র পূর্ব ঘোষিত সময়সূচি অনুসারে ১৮ অক্টোবর বাছাই করা হয়।

ইসি জানায়, জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪ এর ধারা ১০ এর উপ-ধারা (৮) অনুসারে বৈধভাবে মনোনীত প্রার্থীর নামের তালিকা প্রকাশ করা হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) নির্বাচন ব্যবস্থাপনা-১ অনুবিভাগের যুগ্মসচিব ও জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম বলেন, এর আগে প্রার্থী নিজেই এসে মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল ১৮ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামী ২৩ অক্টোবর। ওই সময়ের মধ্যে তিনি প্রার্থিতা প্রত্যাহার না করলে ২৪ অক্টোবর তাকে জয়ী ঘোষণা করা হবে।

জাপার নেত্রী ও সংসদ সদস্য অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরী গত ১৩ সেপ্টেম্বর মারা গেলে সংসদে নারীদের জন্য সংরক্ষিত এ আসনটি শূন্য হয়। নিয়ম অনুযায়ী, উপনির্বাচনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থীই সেখান থেকে নির্বাচিত হবেন। বাংলাদেশের সংবিধানের নিয়মে দল মনোনীত একক প্রার্থীরাই প্রতিটি সংরক্ষিত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ফলে শেরিফা কাদেরের এমপি হওয়া এখন কেবল সময়ের ব্যাপার। বর্তমানে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক শেরিফা কাদের।