রুশ নৌবাহিনীর তাড়া খেয়ে ‘পালাল’ মার্কিন যুদ্ধজাহাজ

রাশিয়ার নৌবাহিনী জাপান সাগরে একটি মার্কিন যুদ্ধজাহাজকে ধাওয়া করেছে।

মার্কিন ডেস্ট্রয়ারটি জাপান সাগরে রুশ পানিসীমা লঙ্ঘনের চেষ্টা করছিল।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে বলেছে, মার্কিন যুদ্ধজাহাজ ইউএস এস চ্যাফি রাশিয়ার পানিসীমার খুব কাছাকাছি চলে এলে রুশ নৌ-সেনারা মার্কিন জাহাজকে ধাওয়া করে এবং ওই এলাকা থেকে তাড়িয়ে দেয়।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, চীনের সাথে যৌথ সামরিক মহড়া চালানোর সময় মার্কিন যুদ্ধজাহাজ ওই এলাকায় যায় কিন্তু সেটিকে বারবার হুঁশিয়ারি দেওয়া সত্ত্বেও সেখানে অবস্থান করে। পরে রুশ সেনারা বাধ্য হয়ে মার্কিন জাহাজকে ধাওয়া দেয়। রাশিয়ার পানিসীমায় মার্কিন জাহাজের অবৈধভাবে ঢুকে পড়ার প্রচেষ্টাকে রাশিয়া আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে মন্তব্য করেছে।

সূত্র: ইন্ডিপেন্ডেন্ট ইউকে