বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে আগামী ৩১ অক্টোবর যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) পররাষ্ট্র ভবনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানান।
সার্বিয়া ও রোমানিয়া সফর শেষে ঢাকায় ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ড. মোমেন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬তম বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দেবেন। এবারের সম্মেলন গ্লাসগোতে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী সেখানে বক্তব্য রাখবেন।
বিশ্ব জলবায়ু সম্মেলন আগামী ৩১ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত গ্লাসগোতে অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা যোগ দেবেন।