আজ বিশ্ব আর্থ্রাইটিস দিবস

হাড় অথবা হাড়ের জোড়ার প্রদাহ এক অস্বস্তিকর অনুভূতি। সাধারণ মানুষের কাছে যা বাত ব্যাধি হিসেবে পরিচিত। চিকিৎসকদের ভাষায় বলা হয় আর্থ্রাইটিস।

আজ বিশ্ব আর্থ্রাইটিস দিবস। সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশেও আজ (মঙ্গলবার) দিবসটি পালন করা হচ্ছে। এবারে দিবসটির প্রতিপাদ্য ‘আর দেরি নয়, আর্থ্রাইটিস চিকিৎসার এখনই সময়।

আর্থ্রাইটিস বর্তমানে অত্যন্ত পরিচিত একটি অসুখ। জীবনযাত্রার সঙ্গে আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে গিয়েছে এই রোগ। সমাজের আর্থ-সামাজিক বোঝা হিসেবে এই রোগ দিন-দিন বাড়ছে। আর্থ্রাইটিসের আক্ষরিক অর্থ হল এটি এমন একটি অসুখ, যেখানে শরীরের সব জয়েন্টগুলোতেই যন্ত্রণাদায়ক অনুভূতি লক্ষ করা যায়। তবে এই রোগ নিয়েও রয়েছে কিছু কুসংস্কার। রোগ সম্পর্কে অসচেতনতা ও অজ্ঞতার উপর নির্ভর করে মানুষ নানারকম ধারণায় বশবর্তী হয়ে পড়ে। আর সেই ধারণাগুলি কাটিয়ে সচেতনতা বিস্তার করতেই সারা বিশ্ব জুড়ে বিশ্ব আর্থ্রাইটিস দিবস পালিত হয়।

দিবসটি উপলক্ষে আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) রিউমাটোলজি বিভাগের আয়োজনে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিএসএমএমইউয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদসহ অন্যরা উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন বিএসএমএমইউয়ের রিউমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মিনহাজ রহিম চৌধুরী।