ইউরোপে বসেই বাগিয়ে নিলেন নৌকার মনোনয়ন

শরীয়তপুর প্রতিনিধিঃ
শরীয়তপুর জেলার সদর উপজেলার মাহমুদপুর ইউনিয়র পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পেলেন ইউরোপ শাহ আলম মুন্সি । পাশা-পাশি তিনি বি এন পির রাজনীতির সাথে জড়িত বলেও আওয়ামীলীগের নেতাকর্মীদের অভিযোগ রয়েছে। এতে করে ক্ষুভ প্রকাশ করেছেন ক্ষোদ আওয়ামীলীগের নেতাকর্মীরাই ।

শরীয়তপুর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ গোলাম মোস্তফা ও স্থানীয় সুত্রে জানা যায়, গত ২০১৭ সালের শেষের দিকে শরীয়তপুর জেলার সদর উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের হবিপুর গ্রামের মৃত দলিল উদ্দিন মুন্সির ছেলে শাহ আলম মুন্সি ইউরোপের দেশ ইতালী চলে যান। আসন্ন ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ার জন্য মাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মোঃ শাহজাহান ঢালী,সুমন ঢালী , হারুন খালাসী, মামুন খান ,শাহীন তালুকদার , জালাল চৌকদারসহ ৯ জন মনোনয়ন বোর্ডের কাছে স্বশরীরে উপস্থিত হয়ে আবেদন করেন। কিন্তু ইতালী প্রবাসী শাহ আলম মুন্সি গত ৪ বছর ধরে স্থায়ী ভাবে ইতালীতে বসবাস করলেও রহস্য জনক কারনে নৌকার মনোনয়ন পেয়ে যান। গোলাম মোস্তফা আরো জানান , সে ইতালী প্রবাসে থাকলেও জাল জালিয়াতীর মাধ্যমে তার স্বাক্ষর করে এবং স্বশরীরে মনোনয়ন বোর্ডে উপস্থিত না হয়ে ও নৌকার মাঝি বনে যান। এ নিয়ে ক্ষোদ আওয়ামীলীগের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে।

আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী , মাহমুদপুর ইউনিয়নের সভাপতি, লিয়াকত হোসেন হান্নান তালুকদার বলেন, সে একজন বিএনপির সমর্থক ষড়যন্ত্র করে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক শরীয়তপুর ০১ আসনের সংসদ সদস্য বি এম মোজাম্মেল হক শাহ আলম মুন্সিকে মনোনয়ন দেয়। গতবার ও আওয়ামীলীগের লোকজনকে না দিয়ে তাকে নৌকার মনোনয়ন দেওয়ায় সে বিপুল ভোটে পরাজিত হয়। আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মামুন খান বলেন, শাহ আলম মুন্সি একজন বিএনপির লোক কিভাবে সে ইতালী বসে মনোনয়ন পায় আমরা জানি না। তার স্বাক্ষরকে করলো তাও আমরা জানি না। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ।

জেলা আওয়ামীলীগের সভাপতি ও শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান সাবেদুর রহমান খোকা সিকদার বলেন ,শরীয়তপুর ০১ আসনের সংসদ সদস্য ও আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন অপু বলেন, এই মনোনয়নের ব্যাপারে আমি কিছু জানি না। বিষয়টি সাবেক এম পি বি এম মোজাম্মেল হক বলতে পারবেন। তবে শাহ আলম মুন্সি কোনদল করে তাও আমি জানি না।

বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক শরীয়তপুর ০১ আসনের সংসদ সদস্য বি এম মোজাম্মেল হক কে একাধিক বার ফোন করে ও পাওয়া যায়নি।