শরীয়তপুর প্রতিনিধিঃ
শরীয়তপুরের জাজিরায় সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। আজ সকালে শরীয়তপুর থেকে একটি মোটর সাইকেল মাঝির ঘাট যাওয়ার পথে জাজিরা উপজেলার চর সাকিমালী চৌকিদার কান্দি এলাকায় আবুল খালাসীর বাড়ীর সামনে এ দুর্ঘটনা ঘটে। এসময় মোটর সাইকেলের আরোহী মাদারীপর জেলার কালকিনি উপজেলার কালাই সরদারের কান্দি এলাকার মৃত মহিজ উদ্দিন বেপারীর ছেলে হাজী ইয়াকুব আলী বেপারী (৫৬) ও শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার সাকিমালী চৌকিদার কান্দি গ্রামের মৃত ছমি খালাসীর স্ত্রী বনাই বিবি (৯০) মারাত্মক আহত হয় এবং ঘটনা স্থলেই তারা দু জন মারা যায়। জাজিরার থানার এস আই আল আমিন জানান,পুলিশ তাদের লাশ উদ্ধার কওে শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরন করে। তবে মোটর সাইকেল টি আটক করলেও চালক পলাতক রয়েছে।