দীর্ঘদিন পর এক টেবিলে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চলতি বছর শেষ হওয়ার আগেই এক ভার্চ্যুয়াল বৈঠকে বসার বিষয়ে সম্মত হয়েছে দুই দেশ।
শুক্রবার সুইজারল্যান্ডের ছয়ঘন্টা ব্যাপী এক বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরপত্তা উপদেষ্টা জেক সালিভান ও চীনের এক শীর্ষস্থানীয় কুটনৈতিক ইয়াং জানা জিয়েচি। এই বৈঠকে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও মতানৈক্য নিয়ে আলোচনা হয়। সেখানে এই বছর শেষ হওয়ার আগেই দুই প্রেসিডেন্ট এক ভার্চ্যুয়াল বৈঠকে মুখোমুখি হবেন বলে সম্মত হয় দুই দেশ।
বহু বছর আগে যখন দুই প্রেসিডেন্ট নিজ নিজ দেশের ভাইস প্রেসিডেন্ট ছিলেন তখন চীন ও আমেরিকার সম্পর্ক স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা।
এদিকে চীনে সংবাদ মাধ্যম জানিয়েছে, দুই দেশের সম্পর্ক উন্নয়নের ফলে শুধু চীন ও আমেরিকা নয় সারাবিশ্ব উপকৃত হবে।
এবিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেন, দুই নেতার বৈঠক নিয়ে এখনো আলোচনা চলছে। দুই প্রেসিডেন্টের সাক্ষাৎকারে সময় ও স্থান এখনো নির্ধারণ হয়নি বলে জানান এই মার্কিন মুখপাত্র।