যারে দিলাম মনের আকাশ
ফাগুনও দিলাম যারে,
সে কেন আজ গেলো ছেড়ে
আমায় পরিত্যক্ত করে।
আসমানেরো নীল দিলাম
দিলাম চন্দ্র তারা,
কোন সপনের নেশায় বিভোর
আমার আকাশ ছাড়া।
যেজন ছিলো মোর অক্ষিপটে
দিন হতো যার গানে,
সে জন বক্ষে অনল ঢেলে
হারালো কোন টানে।
যারে দিলাম মনের দখল
স্বপ্ন ছোঁয়ায় মেখে,
কোন গগণের জোস্না পেয়ে
হারালো আমায় রেখে।
কতো শ্রাবণ কেটে গেলো
তারো পন্থ চেয়ে,
আজ বর্ষায় আসেনি ফিরে
পড়শী গাঁয়ের মেয়ে।
ভুল ছিলো মোর লেনাদেনা
নিখুঁত মনের হেম।
তাই বলে সে দিয়ে গেলো
পরিত্যক্ত প্রেম।
শরৎতেরো শুভ্র খামে
দিলাম উড়ু চিঠি,
শেষ ফাগুনে আসিয়ো ফিরে
প্রেম যদি হয় খাঁটি।
খান শাহরিয়ার ফয়সাল