আজ পহেলা অক্টোবর ২০২১ ইং সালে অনুষ্ঠিত হয়েছে ২০২০-২১ সেশনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা। এতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অয়োজনে ‘Admission Help Service 2021’ এর মাধ্যমে ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরকে ভর্তি পরীক্ষা সংক্রান্ত সহায়তা প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদের সাবেক যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান খান, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোল্লা রহমতুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আকরাম হুসাইন এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহিল বাকি। ছাত্র অধিকার পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবন, কেন্দ্রীয় লাইব্রেরি এবং কার্জন হলে মোট তিনটি ‘হেল্প বুথ’ স্থাপন করে। এই বুথগুলো থেকে শিক্ষার্থী ও অভিভাবকদেরকে করোনা সংক্রমণরোধে মাস্ক এবং পরীক্ষার্থীদের মাঝে কলম ও পানি বিতরণ করা হয়। পাশাপাশি কোনো পরীক্ষার্থী ভুলক্রমে অন্য পরীক্ষা কেন্দ্রে চলে গেলে, তাকে দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য বাইক সার্ভিসের ব্যবস্থাও করা হয়। অধীর আগ্রহে অপেক্ষারতঃ অভিভাবকদের বসার জন্য চেয়ারের ব্যবস্থা করা হয়। এছাড়াও, কোনো পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক ‘এম্বুলেন্স সেবা’ চালু করে ছাত্র অধিকার পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আগামীকাল ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায়ও পরীক্ষার্থীদের জন্য উক্ত সেবাগুলো চালু থাকবে।
বিভিন্ন বিভাগের কার্যক্রমের বিবরণঃ উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অন্যান্য বিভাগীয় শহরগুলোতেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় শহরগুলোতে ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জেলা শাখা সমূহ স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষার্থীদের সহায়তা প্রদান করেছে।
চট্রগ্রাম বিভাগঃ চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ও মহানগরের নেতৃত্বে চট্রগ্রাম শহর ও বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে ৪টি ‘হেল্প বুথ’ কাজ করেছে। সেখানে তারা শিক্ষার্থীদেরকে সিট-প্ল্যান সরবরাহসহ বিভিন্ন সহযোগিতা প্রদান করে। এছাড়াও, গতরাতে চট্টগ্রামের বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষার্থীদের রাতে থাকার ব্যবস্থাও করে যুব অধিকার পরিষদ, চট্টগ্রাম।
সিলেট বিভাগঃ সিলেট বিভাগে ‘হেল্প বুথে’র পাশাপাশি জ্যামের কারণে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে সৃষ্ট ভোগান্তি সমাধানে ছিলো বাইক সার্ভিস। প্রায় ২৭ জন শিক্ষার্থীকে এই সেবা দেয়া হয়।
রাজশাহী বিভাগঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ও মহানগরের সহায়তায় বিভিন্ন পয়েন্টে ৫টি ‘হেল্প বুথ’ বসে। খুলনা বিভাগঃ খুলনা মহানগর ও জেলা শাখার সহায়তায় ২টি হেল্প বুথ বসানো হয়। সেখানে শিক্ষার্থীদেরকে ‘হ্যান্ড স্যানিটাইজার’ ও কলম উপহার দেয়া হয়।
রংপুর বিভাগঃ রংপুর শাখার উদ্যোগে ‘হেল্প ডেস্ক’ বসানো হয়।
ময়মনসিংহ বিভাগঃ ময়মনসিংহ বিভাগের উদ্যোগেও ‘হেল্প ডেস্ক’ বসানো হয়।
ছাত্র অধিকার পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় কমিটিসহ ছাত্র অধিকার পরিষদের অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়, মহানগর ও জেলা শাখার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছে।