শরীয়তপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত

শরীয়তপুর প্রতিনিধি

জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে সু-স্বাস্থ্য ও দীর্ঘ্যায়ু কামনা করে কোরআন খতম বিশেষ দোয়া ও নড়িয়া উপজেলা সকল মসজিদের ঈমাম ও মোয়াইজ্জিমের মাঝে পবিত্র কোরআন শরিফ বিতরন করেন পানি সম্পদ মন্ত্রনালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি শেখ হাসিনার ৭৫ তম জন্মদিনের মিলাদ ও দোয়া মাহফিলের ভিডিও কনফরেন্স এর মাধ্যামে শুভ উদ্ভোধন করেন। পানি সম্পদ উপ-মন্ত্রী ও শরীয়তপুর -২ (নড়িয়া-সখিপুর আসনের) সংসদ সদস্য এ কে এম এনামুল হক শামীম এর উদ্যোগে নড়িয়া উপজেলার মুলফৎগঞ্জ পদ্মা নদীর পাড়ে নানা রঙ্গে নৌকা সাজিয়ে জেলেরা তাদে প্রিয় নেত্রী জন্মদিন উদযাপন করে। মুলফৎগঞ্জ পদ্মা নদীর পাড়ে কোরআন শরীফ বিতরন ও বিষেশ দোয় মোনাজাতের আয়োজন করা হয়। দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোর্কারামের সিনিয়র পেশ ইমাম ও খতিব মুফতি মিজানুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেদুর রহমান খোকা সিকদার, শরীয়তপুর -৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, শরীয়তপুরের জেলা প্রশাসক পারভেজ হাসান প্রমুখ। এ দিকে শরীয়তপুর জেলা পরিষদের উদ্যোগে সকালে শরীয়তপুর সদও উপজেলার আটং- থেকে কানার বাজার সড়কে ২০ হাজার ফলজ ও ঔষধি গাছে চারা বৃক্ষ রোপন ও বিতরন করেছেন।এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেদুর রহমান খোকা সিকদার, প্রধান নিবার্হী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: শামীম হোসেন।

এর আগে শরীয়তপু -১ (পালং-জাজিরা) আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নেত্বত্বে প্রথমে মোটর সাইকেল শোভাযাত্রা, এরপর সোমবার রাত ১২টা ১ মিনিটে বঙ্গবন্ধুর ভাস্কর্য এর সামনে আতশ বাজির মধ্য দিয়ে শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উদযাপন করা হয়। আজ মঙ্গলবার দুপুরে সাংসদ এর বাসভবনে বিভিন্ন মাদ্রাসার ছাত্রদের মাধে ৭ শত কোরআন শরীফ ও খাবার বিতরন করেন।