চাঁদপুর সেতুর টোল বন্ধের দাবিতে মানববন্ধন

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর সেতুর টোল বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর রোববার সকাল ১০ ঘটিকায় শহরের ওয়ারলেস মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ছাত্র-যুব ও শ্রমিক অধিকার পরিষদ চাঁদপুর জেলা শাখার ব্যানারে ও সিএনজি অটোরিকশা চালকদের সহযোগিতায় আয়োজিত মানববন্ধনে অবিলম্বে সেতুর টোল আদায় বন্ধের দাবী জানানো হয়।

এ সময় বক্তারা বলেন, চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর আঞ্চলিক মহাসড়কে যাতায়াতকারী যানবাহন থেকে ডাকাতিয়া নদীর উপর নির্মিত চাঁদপুর সেতুতে টোল আদায় ২০০৫ সাল থেকে চলমান রয়েছে। ডাকাতিয়া নদীর ওপর চাঁদপুরে একই মাপের তিনটি সেতুর মধ্যে দুটির টোল আদায় বন্ধ হলেও শুধু বন্ধ হয়নি চাঁদপুর সেতুর টোল আদায়। জনগণ ও চালকদের অভিযোগ টোল আদায়ের ক্ষেত্রে সড়ক ও জনপথ বিভাগ দ্বৈত নীতি অবলম্বন করেছে। ইতিমধ্যে চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস চাঁদপুর সেতুর টোল বন্ধের যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগকে আমরা স্বাগত জানাই ও ঐক্যমত পোষণ করছি। মানববন্ধনে নেতৃবৃন্দ শ্রমিক যাত্রীদের স্বার্থে অচিরেই চাঁদপুর সেতুর টোল বন্ধের দাবি জানান।

জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মাহমুদুল হাসান সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক সামিউল প্রধানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা যুব অধিকার পরিষদের আহবায়ক সালমান ফারসি,ভারপাপ্ত সদস্য সচিব নিয়াজ মোর্শেদ, যুগ্ম আহ্বায়ক নেয়ামত উল্ল্যা, আনসারী মাহমুদ, জেলা ছাত্র অধিকার পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক মানিক মিয়া , শ্রমিক নেতা আজাদ প্রমুখ।