খালেদা জামিন নিয়ে দ্বিমুখী আচরণ করছে বিএনপি

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন নিয়ে দ্বিমুখী আচরণ করছে বিএনপি মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জামিনের জন্য প্যারোলের আবেদন করলে শর্ত বিবেচনায় বিষয়টি ভাবা হবে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মলনে এ কথা বলেন সেতুমন্ত্রী।

এসময় খালেদা জিয়ার জামিন নিয়ে পর্দার অন্তরালে কিছু হচ্ছে না বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের বলেন, বিএনপি মহাসচিব তার নেত্রীর মুক্তির বিষয়ে আলোচনা করতে ফোন করতেই পারে, এতে লুকোছাপার কিছু নেই।

তিনি আরো বলেন, এটা দুর্নীতির মামলা, রাজনৈতিক নয়, তাই সরকারের কিছু করা নেই। তবে প্যারোলের আবেদন করলে প্যারোলের শর্ত বিবেচনা করে বিষয়টি ভাবা হবে।