রাজধানীর মতিঝিলে মোদীবিরোধী আন্দোলনে সংঘর্ষের ঘটনায় করা মামলায় ছাত্র অধিকার পরিষদের ২০ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত।ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ আজ রোববার এ আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার ফরিদ আহমেদ।
আজ রোববার (১৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।
জামিন পাওয়া আসামিরা হলেন- মো. ইউনুস, নাজমুল হাসান, নাহিদুল তারেক, মো. নাইম, আসাদুজ্জামান, আজহারুল ইসলাম, সোহেল মৃধা, মোস্তাক আহমেদ, আজিম হোসেন, মো. রুহুল ইসলাম সোহেল, আব্দুল্লাহ আল মাহমুদ জিশান, মো. সোহেল আহমদ, শেখ খায়রুল কবির, সবুজ হোসেন, হোলাম তানভীর, মো. হেমায়েত, ইসমাইল হোসেন, মো. রেজাউল করিম, মুনতাজুল ইসলাম ও কাজী বাহাউদ্দীন মনির।
এর আগে জামিন শুনানি উপলক্ষে আদালতে আসেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূর ,রাশেদ খান,ফারুক হাসান যুব অধিকার পরিষদের সদস্য সচিব মঞ্জুর মোর্শেদ,যুগ্ম আহব্বায়ক তারেক রহমান, নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম আদীব, সাংগঠনিক সম্পাদক মোল্লা রহমতুল্লাসহ আরো অনেকে।
জামিন শুনানি শুরু হওয়ার আগে ডা. জাফরুল্লাহ চৌধুরী রাষ্ট্রপক্ষের আইনজীবীকে বলেন, ‘ছেলেরা দীর্ঘ ছয় মাস ধরে কারাগারে আছে। আপনারা তাদের জামিন দেন। পড়ালেখার অনেক ক্ষতি হচ্ছে তাদের। এসব ছাত্রের পরীক্ষা শুরু হয়েছে। আপনারা এসব বিবেচনায় জামিন দিয়েন। রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস কুমার পাল এসব কথা আইনজীবীর মাধ্যমে আদালতে তুলে ধরার পরামর্শ দেন তাকে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে গত ২৫ মার্চ রাজধানীর মতিঝিল এলাকায় বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছিল।
আসামিপক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ মামলায় গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন ধরে ছাত্র অধিকার ও যুব অধিকারের ২০ জন কারাগারে আছেন। আদালত তাঁদের জামিন মঞ্জুর করেছেন।