শুক্রবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টা ৩৭ মিনিটে হেলসিঙ্কির ভানতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাওয়ার পথে যাত্রা বিরতি করেছেন তিনি। হেলসিঙ্কি বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী হেলসিঙ্কির হোটেল ক্যাম্প-এ যান।
এর আগে সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে সকাল ৯টা ২৩ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী।
ফিনল্যান্ডে যাত্রা বিরতি শেষে রোববার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টায় হেলসিঙ্কির থেকে নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। নিউইয়র্ক সময় বিকেল ৬টার দিকে জন.এফ. কেনেডি বিমানবন্দরে পৌঁছানোর কথা প্রধানমন্ত্রীর। সেখানে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তিনি সফরকালীন আবাসস্থল লোটে নিউইয়র্ক প্যালেসে যাবেন।
সোমবার (২০ সেপ্টেম্বর) নিউইয়র্ক সময় সকাল ৯টায় রাষ্ট্র ও সরকারপ্রধানদের অংশগ্রহণে জলবায়ু পরিবর্তনবিষয়ক রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেবেন তিনি।
শুক্রবার (১ অক্টোবর) রাত সোয়া ১০টায় প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।