চাঁদপুরে বাংলাদেশ যুব অধিকার পরিষদের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর জেলাতে ৩১ আগস্ট ২০২১ বিকাল ৪টা ঘটিকায় আনন্দঘন পরিবেশে কোরআন তেলোয়াতের মধ্যদিয়ে বাংলাদেশ যুব অধিকার পরিষদ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে বাংলাদেশ যুব অধিকার পরিষদ চাঁদপুর জেলা শাখা। এ সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক যুবনেতা জনাব সালমান ফারসী, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ চাঁদপুর জেলা শাখার সাধারন সম্পাদক ছাত্রনেতা সামিউল প্রধান। আরো উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা শাখার ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের অন্যান্য দায়িত্বশীল নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিবৃন্দ।

১ বৎসরের প্রাপ্তি-অপ্রাপ্তি, ব্যার্থতা-সফলতা, স্বপ্নের সোনার বাংলা গঠনে আগামী দিনের কার্যক্রম তথা দিকনির্দেশনা দিয়ে ও পথশিশুদের মাঝে খাবার বিতরনের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।