চলতি বছরই আরেকটি স্যাটেলাইট উৎক্ষেপণে প্রস্তুত ইরান

সোলাইমানি হত্যার জেরে মধ্যপ্রাচ্যে এখন উত্তেজনা বিরাজ করছে। এই হত্যাকাণ্ডকে ঘিরে নতুন করে দ্বন্দ্বে জড়িয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। আর এমন পরিস্থিতিতেই মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ইরান। তবে ‘জাফর’ নামক স্যাটেলাইটটির উৎক্ষেপণ সফল হলেও তা কক্ষপথে পৌঁছায়নি।

অবশ্য এই ব্যর্থতায় থেমে যেতে নারাজ ইরান। চলতি বছরই মহাকাশে আরেকটি স্যাটেলাইট উৎক্ষেপণের ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। খবর ‘আল-জাজিরা’।

এ বিষয়ে ইরানের তথ্য ও প্রযুক্তিমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ আজারি জাহরোমি বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বলেছেন, ‘জাফর’ কক্ষপথে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। তবে আমরা এতে একেবারেই হতাশ নয়। ‘জাফরের’ উৎক্ষেপণ থেকে আমরা অভিজ্ঞতা অর্জন করেছি। এ বছরই আমরা মহাকাশে আরেকটি স্যাটেলাইট উৎক্ষেপণ করব।

এরপর তিনি জানান, এই স্যাটেলাইটের নাম ‘জাফর-২’। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের মে অথবা জুন মাসেই স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হবে। আর স্যাটেলাইটটি উৎক্ষেপণে ব্যবহার করা হবে সিমোর্গ রকেট।

ইরানের এই মন্ত্রী আরও জানিয়েছেন, ‘জাফার-২’ স্যাটেলাইটের নকশা, নির্মাণ এবং পরীক্ষা এরই মধ্যে শেষ হয়েছে।