শরীয়তপুর প্রতিনিধি ॥
শরীয়তপুর জেলা শহরের প্রান কেন্দ্রে ব্যবসায়ী প্রায় এক কোটি মূল্যে জমি জোর পূর্বক দখর করে ঘর নির্মান করে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রিয় কমিটির সহ সম্পাদক ওমর ফারুক পাংকুর বিরুদ্ধে অভিযোগ করেছেন জায়গার মালিক মোসাঃ পারুল বেগম। এ বিষয়ে পালং মডেল থানা, পালং বনিক সমিতি, শরীয়তপুর জেলা পুলিশ সুপার এর কার্যালয়ে আবেদন করেও কোন প্রতিকার পায়নি ক্ষতিগ্রস্ত পরিবার। ছাত্রলীগ নেতার দাবী তাদের ক্রয় কৃত জায়গায় ঘর তুলেছেন অন্যের জায়গা দখল করেননি। তার বিরোদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
জায়গার মালিক পারুল বেগম ও স্থানীয় সুত্রে জানা যায়, শরীয়তপুর জেলা শহরের প্রান কেন্দ্র ৬০ নং পালং মৌজায় এস এ ১৮৮৪ নং দাগে ১৩২ নং খতিয়ানে এস এ ৬৫২ ও৬৫৪ নং দাগে এবং বিআর এস ৩৭১৩ নং দাগে ২. ৭৫ শতাংশ জায়গা মৃত আব্দূল গনি সিকদারের স্ত্রী পারুল বেগম জনৈক সন্তোষ চন্দ্র ঘোষ এর নিকট থেকে ক্রয় সুত্রে মালিক হন। গত ২০০৪ সালের পালং সাব রেজিস্টি অফিসের ১৯৯৭ নং দলিল মুলে খরিদ করে ভোগ দখলে আছেন। এবং সেখানে ব্যবসা প্রতিষ্ঠান নির্মান করে ভাড়া দিয়ে আসিতেছেন। গত কিছু দিন পূর্বে পারুল বেগম তার ব্যবসা প্রতিষ্ঠান ভেঙ্গে নতুন করে ভবন নিমান কাজ শুরু করে। এ সময় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পদাক শরীয়তপুর সদর উপজেলার বাঘিয়া এলাকার ইদ্রস আলী হাওলাদারের ছেলে ওমর ফারুক পাংকু জোর পূর্বক উক্ত জায়গাটি দখল করে নেয়। সেখানে সে পাকা ভবন নির্মান করতে থাকে। ক্ষতিগ্রস্ত পারুল বেগম পালং মডেল থানা, পালং বনিক সমিতি, শরীয়তপুর জেলা পুলিশ সুপার এর কার্যালয়ে আবেদন করেও কোন প্রতিকার পায়নি।
জায়গার মালিকের ছেলে শহীদুল ইসলাম সিকদার বলেন, ৩৭১৩ দাগে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রিয় কমিটির সহ সম্পদাক ওমর ফারুক পাংকু দের কোন জাগয়া নেই। পাশের দাগে তাদের জায়গা আছে। সেখানে তাদের ঘর আছে। তারা জোর করে আমাদের ভয় ভীতি দেখিয়ে ১২ ফুট লম্বা আর ৭ ফুট চওড়া জায়গা জোর পূর্বক দখল করে নিচ্ছে। পালং থানার ওসি কাজ বন্ধ করার কথা বললেও সে কাজ চালিয়ে যাচ্ছে।
জায়গার মালিকের বড় ছেলে মাহবুবুর রহমান সিকদার বলেন, আমরা দীর্ঘ ১৮/১৯ বছর যাবৎ এ জায়গা খরিদ করে ব্যবসা নির্মান করে ভাড়া দিয়ে আসছি। বর্তমানে আমাদের জায়গা জোর করে দখল করে নিচ্ছে। আমরা দাড়ে দাড়ে ঘুরে কোন প্রতিকার পাচ্ছি না। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিষয়টির সু -বিচার প্রত্যাশা করি।
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রিয় কমিটির সহ সম্পাদক ওমর ফারুক পাংকু বলেন, আমার সুনাম নষ্ট করার জন্য তারা এ অপপ্রচার চালাচ্ছে। আমি অন্যের জায়গা দখল করিনি। বরং তারা আমার জায়গা দখলের পায়তারা করছে। এ বিষয়ে জানতে হলে পালং থানার ওসি ও সার্কেল এস পি র সাথে যোগাযোগ করেন ।
পালং বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক ও সাবেক কাউন্সিলর আব্দুল ছালাম বেপারী বলেন, বিষয়টি নিয়ে আমাদের বনিক সমিতির কাছে অভিযোগ করেছিল পারুল বেগম। ওসি দু’পক্ষেকেই থানায় ডাকায় আমরা বিষয়টি নিয়ে আর আগাইনি। তবে জায়গাটি পারুল বেগম ও তার স্বামী মৃত আবদুল গনি শিকদার এর বলে আমরা জানি।
শরীয়তপুর পৌরসভার ১ ওর্য়াডের কাউন্সিলর ও পৌরসভা যুবলীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর বেপারী বলেন, বিষটি নিয়ে আমাদের এম পি মহোদয়ের কাছে আসছিল। সুরাহা করার জন্য এমপি আমাদের দায়িত্ব দিয়েছে। আমরা উভয় পক্ষে সমজোতা করে দিয়েছিলাম। এখন তারা মানছে না।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, আমার কাছে দুই পক্ষ অভিযোগ করেছে। ছাত্রলীগ নেতা দাবী করেছেন তার জায়গায় সে ঘর তুলছেন। অপর পক্ষ বলছেন ছাত্রলীগ নেতা জোরপূর্বক তাদের জায়গায় দখল করে ঘর তুলছেন। আমি উভয় পক্ষকে থানায় কাগজ পত্র নিয়ে আসতে বলেছি।