অস্ট্রেলিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও শোক দিবস পালন করেছে বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়া।
এ উপলক্ষে এক ভার্চুয়াল স্মরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সভাপতি মফিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে সংযুক্ত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সাবেক সভাপতি ড. বোরহান উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন অস্ট্রেলিয়া প্রবাসী ও কমিউনিটি নেতা সৈয়দ শাহ আলম ।
উক্ত ভার্চুয়াল স্মরণ ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন- আহসান হাবীব, আলমগীর ইসলাম বাবু, আনোয়ারুল হক, গোলাম আকবর মাসুদ, জিয়াউল কবীর জিওন ও রাসেল পারভেজ শিমুল।
আলোচকবৃন্দ ‘বাঙ্গালি জাতিসত্ত্বার বিকাশ এবং একটি স্বাধীন ও অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে বঙ্গবন্ধুর অবদান স্মরণ করতঃ বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের আত্মার শান্তি কামনা করেন । সে সময় আলোচকবৃন্দ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে এনে সাজা কার্যকর করার এবং ১৫ আগস্টের নৃশংস ঘটনার নেপথ্য পরিকল্পনাকারীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।
উক্ত ভার্চুয়াল স্মরণ ও আলোচনা সভার সঞ্চালনা করেন বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দীন ইফতু।