ধারের ১০ টাকা দিয়ে শুরু করে ব্যবসায় সফল একজন উদ্যোক্তা

আকিজ গ্রুপের কর্ণধার শেখ আকিজউদ্দিন খুলনার ফুলতলার কালাকুন্ডু নামে এক বন্ধুর কাছ থেকে ১০ টাকা ধার নিয়ে বিড়ির ব্যবসা শুরু করেছিলেন।

ক্রমে তাঁর ৩৪টি শিল্প প্রতিষ্ঠান; তিনি দশ সহস্র কোটি টাকার মালিক। সরকারকে বছরে ১১০০ কোটি টাকা আয়কর দেন। কিন্তু বন্ধুবর কালাকুন্ডু’র ১০ টাকা কখনোই শোধ করেননি, যদিও বিড়ির এজেন্সী দিয়ে বন্ধুকে ঠিকই ধনী বানিয়ে দিয়েছিলেন!

তো কালাকুন্ডু একদিন তাঁর বন্ধুকে জিজ্ঞেস করলেন, কী রে আকিজ, আমি যে তোর কাছে দশ টাকা পেতাম, সেটা ফেরত দিবি না? কৃতজ্ঞতায় নুইয়ে পড়ে শেখ আকিজউদ্দিন বলেছিলেন, বিল্ডিং যত মজবুত আর শক্তই হোক, নিচের এক সারি গাঁথুনি খুলে ফেললে সব ভেঙে পড়তে বাধ্য। তোমার ওই দশ টাকা আমি কখনো ফেরত দেবো না বন্ধু, কারণ ওর উপরেই আমার পুরো ব্যবসার ভিত দাঁড়িয়ে আছে। এর নামই বন্ধুত্ব যা অনেকেই বোঝে না।