প্রথমবারের মতো বাংলাদেশকে ২ কোটি ২৯ লাখ টাকা ভ্যাট দিলো গুগোল

ফেসবুকের পর গুগলও প্রথমবারের মতো বাংলাদেশে ভ্যাট দিল। মে ও জুন মাসে গুগলের রিটার্নের পরিমাণ ২ কোটি ২৯ লাখ টাকা।

এর আগে গত মে মাসে আনুষ্ঠানিকভাবে ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট থেকে অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে ব্যবসায় নিবন্ধন নম্বর (বিআইএন) নেয় টেক জায়ান্ট গুগল।