টুর্নামেন্টের শুরু থেকেই হট ফেভারিটের তকমা নিয়ে যাত্রা শুরু করেছিলো ভেদরগঞ্জ অদম্য উনিশ।
নিজেদের প্রথম ম্যাচে নারায়নপুর টিম ইন্টারটেনম্যান্টকে ৩-০ গোলে বিদ্ধস্ত করে টুর্নামেন্টের শুভ সূচনা করেন। এবং নিজেদের দ্বিতীয় ম্যাচে নারায়নপুর ক্রিয়া সংস্থাকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠে পরে।
কোয়ার্টার ফাইনালে পৌরসভা ২ নং ওয়ার্ডকে ট্রাইবেকারে হারিয়ে সেমির টিকিট অর্জন করে নেয়।
সেমি ফাইনালে চিরপ্রতিদ্বন্দী দারুল আমান ফুটবল দলকে ট্রাইবেকারে হারিয়ে নিজেদের ইতিহাসের প্রথম ফাইনালের টিকিট অর্জন করে নেয়।
এবং ফাইনালে তাদের পতিপক্ষ নারায়নপুর টিম ইন্টাটেনম্যান্ট।
চ্যাম্পিয়ন হওয়ার একধাপ পিছনে টিম ভেদরগঞ্জ অদম্য উনিশ।