করোনাভাইরাসের সংক্রমণের কারণে উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা মহানগর উত্তরের বাড্ডা থানার ইন্সপেক্টর তদন্ত বিভাগের আবু সাইদ মিয়ার নেতৃত্বে ও সমাজসেবক সৈয়দ আবু তাহের আয়রনের সহযোগিতায় বাড্ডা থানার বিভিন্ন জায়গায় অসহায়, দুস্থ, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী এবং শ্রমজীবি মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
বুধবার (১৪ জুলাই) দুপুরে এসব খাবার বিতরণ করা হয়।
ইন্সপেক্টর আবু সাইদ মিয়ার বলেন, অসহায়, দুস্থ, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী এবং শ্রমজীবি মানুষগুলোও সমাজের অংশ, তাদের দায়িত্ব রাষ্ট্রের এবং সমাজের বিত্তবানদের। তাঁদের থাকার এবং রান্না করে খাওয়ার কোনো ব্যবস্থা না থাকাতে তাঁদের কষ্টের কোন শেষ নেই। তাই এসব অসহায়, দুস্থ, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী এবং শ্রমজীবি মানুষগুলোর সহযোগিতায় সবার এগিয়ে আসা উচিত।