বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক নিহত

সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তের বিপরীতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আব্দুর রাজ্জাক (১৯) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

রোববার (১১ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের কামদেবপুর গ্রামের রমজান গাজীর ছেলে।

ভাড়াশিমলা ইউপি সদস্য আব্দুল খালেক খান জানান, রাত দুইটা থেকে আড়াইটার মধ্যে তারা সীমান্তে তিনটি গুলির শব্দ, এর কিছুক্ষণ পর আরও একটি গুলির শব্দ শুনেছেন। পরে স্থানীয়ভাবে তিনি জেনেছেন সীমান্তের ইছামতি নদী সংলগ্ন হিঙ্গলগঞ্জ বিএসএফ ক্যাম্পের উত্তর পাশ থেকে আব্দুর রাজ্জাকের গুলিবিদ্ধ মরদেহ নিয়ে গেছে বিএসএফ। আব্দুর রাজ্জাকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তার চাচা হাবিবুর রহমান সবুজ।

আরআরএন/