হোম ফিচার জানা-অজানা উদ্যোগ নেয়ার আগে পড়ে দেখুন আপনি যা করতে চাইছেন তার যোগান কত...

উদ্যোগ নেয়ার আগে পড়ে দেখুন আপনি যা করতে চাইছেন তার যোগান কত % ঠিক আছে

পানির অপর নাম জীবন।মানুষের বেঁচে থাকার জন্য যেমন প্রয়োজন তেমন একটি উদ্যোগ গ্রহনের পূর্বেও পানির পঅনেক জরুরী। আসলে মুল কথা হলো মানুষের বেঁচে থাকা এবং জীবন ও জীবিকার জন্যও ঠিক এইপানির মতই কিছু প অনেক আবশ্যক।

আমাদের এই গ্রুপে অনেকেই উদ্যোগ করছে আবার অনেকেইউদ্যোগ নেয়ার জন্যই এই গ্রুপে এসেছে এদের সকলেই আমার শুভেচ্ছা।

উদ্যোক্তা ভাই-বোনেরা আপনাদের বলছি-কোন উদ্যোগ নেয়ার আগে আমার লিখাটা একটু ভালো ভাবে পড়ে নিয়েন।

অনেক ভেবে চিন্তা করে ঠিক করলেন আপনি ছোট একটা ব্যবসা করবেন, ঠিক আছে—করতেই পারেন- কিন্তু কেন করবেন? এর উত্তর এমন ও আছে, মিঃ অমুক বা ক, খ, গ, ঘ ভাই অনলাইনে ব্যবসা করে আমিও করবো। আসলেই আপনি সেটা করতে পারবেন? এমন অনেকেই আছে, আমার ছোট একটা জায়গা আছে টিভিতে প্রতিবেদন দেখেছে একটা মৎস্য খামার এর উপরে অথবা ডেইরী ফার্ম তো আর কি করা মনে মনে শুধু না পুরাই ফাইনাল যে সে এটাই করবেই। করেন না, নিরাস ও করছি না, তবে যেটা বলতে চাই তা হলো- কোন উদ্যোগ নেয়ার আগে একটু ভাবুন যে সেটা শুরু করা খুবই সহজ,একটা ফেসবুক পেজ খুলে ফেললেন, টাকা আছে ওকে একটা ওয়েবসাইট ও বানিয়ে ফেলি, ব্যস ব্যবসা আমার শুরু——-আসলে কাঙ্ক্ষিত ফলাফল কি এটা হয়তো এই গ্রুপের অনেকেই জানে আমার থেকেও যারা অভিজ্ঞ বেশি তাঁরা।

এবার আমি চলে যাই আসলে আপনি কি করবেন উদ্যোগ নেয়ার আগে এবং পরে —–

সর্বপ্রথম আপনার যা থাকা উচিৎ- খুবই মূল্যবান সেটা হলো –

প= প্রত্যাশা—-আপনার যদি প্রত্যাশাই না থাকে যে আপনি ব্যবসা করবেন বা আয় করবেন তাহলে আর যাই করেন না কেন ফলাফল -= ০ শূন্যই হবে। কারন প্রত্যাশা বিহীন কিছুই করা যায়না। ধরেই নিলাম আপনার প্রত্যাশা আছে আপনি কিছু একটা করবেনই – তাহলেই কি হবে? উত্তর গুলো নিজেরা নিজেদের একটু বের করে নেয়ার চেষ্টা করবেন। এক্ষেত্রে আমার উত্তর হবে না-

এর পরেও আপনাকে আরও অনেক গুলো “প” এর দরকার হবে-

যেমন- প= প্রশিক্ষণ/পরামর্শ– আপনি যা করতে চাইছেন তা সম্পর্কে আপনার ধারনা যদি কম থাকে তবে অভিজ্ঞদের কাছথেকে প্রশিক্ষণ বা পরামর্শ নিন।

তারপরে প= পরিকল্পনা করুন। একটি ভালো পরিকল্পনাই আপনাকে সফল করতে পারবে। তারপর কি মনে হয় আপনি সফল হয়ে গেলেন আমি মনে করি না- কারন আরও অনেক প আপনার জন্য অপেক্ষা করছে-

প= পুঁজি। উপরের সবগুলো প আপনার থাকলেই তো আর হবে না আপনার ব্যবসার জন্য পুঁজির ও দরকার আছে, আপনার পরিকল্পনা অনুযায়ী হতে পারে আপনার পুঁজির পরিমান কত হওয়া উচিৎ।

তারপরে দরকার হবে আপনার একটি প= প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের নামও অনেক জরুরী।

প্রত্যাশা,প্রশিক্ষণ, পরিকল্পনা, পুঁজি এবং আপনার প্রতিষ্ঠানও হলো কিন্তু বেচবেন কি?

হুম- প= পণ্য দরকার।পণ্য যদি কোন সার্ভিস হয় তাও সেটা পণ্য কারন সেটা বিক্রি করেই আপনি আয় করবেন বলে ঠিক করেছেন।

এখন পণ্য বিক্রি করবেন কার কাছে সেটা আপনাকে আগেই আপনার পরিকল্পনায় ঠিক করে নিতে হবে, এখন কথা হলো ,আপনার পণ্যের

প=প্রচার। প্রচারও অনেক জরুরী কারন প্রচার না করলে প=প্রসার হবে না।আর যত বেশি প্রচার করতে পারবেন ততবেশি আপনার প্রসার হবে আর বিক্রি ও বাড়বে। তবে এইক্ষেত্রে আপনার নিজের প=প্ররিশ্রম করার মন মানসিকতাও থাকতে হবে।

আর এই উপরের সব গুলো প=প এর যোগান দিয়ে যদি আপনি কোন উদ্যোগ গ্রহন করেন আমি বিশ্বাস করি যে আপনি সফল হবেন। না হতে পারলে আমি আছি এবং এই গ্রুপে আরও এমন অভিজ্ঞজন আছে ভয় কিসের???

ইকবাল হোসেন শিমূল