নুর আরো বলেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা: জাফরুল্লাহ চৌধুরীর কাছে রাশিয়ায় তৈরি ‘স্পুটনিক ভি’র দুই কোটি ভ্যাকসিন (করোনার টিকা) আছে। তিনি সরকারকে তা দিতে চেয়েছেন। সরকারকে জানিয়েছেন তিনি। কিন্তু সরকার তার কাছ থেকে ভ্যাকসিন নিবে না। তিনি বলেন, রাশিয়ার এই টিকা আগেই বুকিং দিয়ে রেখেছিলেন ডা: জাফরুল্লাহ চৌধুরী।
নুরের বক্তব্য অনুযায়ী, রাশিয়ার স্পুটনিক ভি টিকার প্রতিডোজ যেখানে ৮ ডলারে পাওয়া যাচ্ছে, তা না নিয়ে সরকার চীন থেকে ১০ ডলারে টিকা কিনছে। তাও সময় মতো প্রয়োজনীয় সংখ্যক পাচ্ছে না। এখানে সমস্যা হচ্ছে, সরকার মনে করছে, ডা: জাফরুল্লাহ চৌধুরী ভিন্ন ঘরানার বুদ্ধিজীবী। তিনি টিকার মাধ্যমে ব্যবসা করে সরকারকে উৎখাতের চেষ্টা করতে পারেন। সরকার এখানেও রাজনীতি দেখছে।
তিনি বলেন, সরকার চাইলে এক সপ্তাহের মধ্যে রাশিয়ার এই টিকা সরবরাহ করা হবে। তিনিই সরকারকে এই টিকা সরবরাহ করবেন বলেও জানান। ভিপি নুর বলেন, কিছুক্ষণ আগে ডা: জাফরুল্লাহ চৌধুরীর সাথে আমার বৈঠক হয়েছে। সরকার চাইলে এক সপ্তাহের মধ্যে রাশিয়ার দুই কোটি টিকা সরকারকে সরবরাহ করা হবে।
সরকার করোনা নিয়ে রাজনীতি করছে বলেও মন্তব্য করেন ডাক্সুর সাবেক ভিপি নুরুল হক নুর। তার মতে, মানুষের সুখ-দুঃখ নিয়ে সরকার ভাবছে না। সব কিছু নিয়ে তারা রাজনীতি করছে। কঠোর লকডাউনের নামে গণপরিবহন বন্ধ করে দেয়া হয়েছে। এখন বাসচালক-টেম্পুচালকরা না খেয়ে আছে। জণগণের সাথে সরকারের কোনো সম্পর্ক নেই।
তিনি বলেন, বিশেষজ্ঞরা আগেই মত দিয়েছিলেন যে ফেব্রুয়ারির পর করোনার প্রকোপ বাড়তে পারে। দেখা গেল, এরপর মার্চে বিদেশীদের এনে দেশে অনুষ্ঠান করা হলো। এখন লকডাউন দেয়া হয়েছে। আবার আগস্টে দেখবেন তাদের অনুষ্ঠান ঠিকই করা হচ্ছে।
ভিপি নুরের মতে, এই লকডাউন মানুষের জীবন রক্ষার জন্য নয়। এটি একধরনের রাজনীতি। সরকার নিজেদের সুবিধা মতো ব্যবহার করছে। মানুষের কথা ভাবলে টিকা নিশ্চিত করতে সরকার বেশি উদ্যোগী হতো। কিন্তু আমরা তা দেখছি না।