৫ দফা দাবি জানিয়ে চাঁদপুর সরকারি কলেজ সাধারণ শিক্ষার্থী সমাজ সংগঠনের প্রতিষ্ঠা

চাঁদপুর সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা ৫ দফা দাবি জানিয়ে একটি নতুন সংগঠন প্রতিষ্ঠা করেছেন যার নাম হচ্ছে চাঁদপুর সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থী সমাজ ( Chandpur Govt Collage General Students Society)। উক্ত কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মো.মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক এম এইচ তানবীর সকলের প্রত্যক্ষ সমর্থনে নির্বাচিত হয়েছেন।

উক্ত কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি জুলেখা আক্তার তিশা,মাহবুব আলম, মোঃ ফাহাদ হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মেহদী হাসান হৃদয়, মাহমুদুল হাসান জীবন, হাসিব রহমান সাংগঠনিক সম্পাদক শাহাবউদ্দিন সিহাব, সহ-সাংগঠনিক সম্পাদক ইকরা আক্তার ইভা, দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস সৌমা, সহ-দপ্তর সম্পাদক ইবরাহীম পাটোয়ারী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহাদাত হোসেন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক তাহমিনা ইসলাম, অর্থ সম্পাদক আজিম হোসেন, সহ-অর্থ সম্পাদক হালিমা আক্তার, ছাত্রী বিষয়ক সম্পাদক জান্নাতুল মাওয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক খালেদ সাইফুল্লাহ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নুসরাত রহমান রিমা, ক্রীড়া বিষয়ক সম্পাদক রাফি পাটোয়ারী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আহিম হোসেন, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক রাকিব হাসান অভ্র, সমাজসেবা বিষয়ক সম্পাদক মোঃ মামুনুর রশীদ, কার্যনির্বাহী সদস্য আক্তারুজ্জামান তালুকদার দীপু, মোঃ রাসেল, কাউছার হোসেন, রিয়াজুল ইসলাম, জহিরুল ইসলাম।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা কালীন সময়ে কলেজ কর্তৃপক্ষ কলেজ বন্ধ থাকার পরও বিভিন্ন ফি নিচ্ছে যা সাধারণ শিক্ষার্থীদের সাথে বৈষম্য।উক্ত সংগঠনের উদ্দেশ্য হচ্ছে চাঁদপুর সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ঠ বিষয় নিয়ে কাজ করা।

৫ দফা দাবিগুলোঃ

১/ ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

২/ আবাসিক ও অনাবাসিক সকল শিক্ষার্থীর সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।

৩/ করোনাকালীন সময়ে বহিঃক্রীড়া, অভ্যন্তরীন ক্রীড়া ফি,পরিবহন ফি, কমনরুম ফি আদায় বন্ধ করতে হবে।

৪/ অতিরিক্ত সেশন ফি আদায় করা বন্ধ করতে হবে।

৫/ চাঁদপুরের সকল সড়কে কলেজ বাসের ব্যবস্থা করতে হবে।