চট্টগ্রামে মৃত্যু ৭ , শনাক্ত ৩০০

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৬০ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ২০৪ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৯৬ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে একজন শহরের, ছয়জন উপজেলার বাসিন্দা।

আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৩৭ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ২১৬ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ছিল ২১ শতাংশ। এদিন চট্টগ্রামে করোনায় তিন ব্যক্তির মৃত্যু হয়।

এর আগের দিন চট্টগ্রামে ৯৭৬ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ২৭৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ২৮ শতাংশের বেশি। সেদিন চট্টগ্রামে করোনায় পাঁচ ব্যক্তির মৃত্যু হয়।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।