আজ সোমবার বেলা ১১টার দিকে জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) দুই সহকারী হাইকমিশনারসহ ১৪ সদস্যের প্রতিনিধি দলের সামনে মাসিক পাঁচ হাজার টাকা ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধার দাবিতে নোয়াখালীর ভাসানচরে বিক্ষোভ করেছেন রোহিঙ্গারা।
নোয়াখালী পুলিশ সুপার জানান, রোহিঙ্গারা প্রতিমাসে নগদ পাঁচ হাজার টাকা দাবি করছেন।রোহিঙ্গারা বিক্ষোভে বিভিন্ন দাবি তুলে ধরেছেন এবং ভাসানচরে থাকতে অনীহা প্রকাশ করেছেন ।
সোমবার সকালে জাতিসংঘ ইউএনএইচসিআর সংস্থার সহকারী হাইকমিশনার রউফ মাজাও এবং গিলিয়ান ট্রিগসসহ ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল ভাসানচরে রোহিঙ্গাদের সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করতে পরিদর্শনে আসেন। ইউএনএইচসিআরের কোনো প্রতিনিধি দল এই প্রথমবার ভাসানচর আসেন। এসময় তারা ভাসানচরে রোহিঙ্গাদের সুযোগ-সুবিধা পর্যবেক্ষণে গেলে রোহিঙ্গারা বিক্ষোভ করেন। তারা প্রতিমাসে পাঁচ হাজার টাকা ভাতা দাবি করেছেন। পাশাপাশি মানসম্পন্ন রেশন, কর্মসংস্থান এবং পর্যাপ্ত চিকিৎসা সুবিধার দাবি জানান ভাসানচরের রোহিঙ্গারা।