টানা ১ মাস ১৮ দিন বন্ধ থাকার পর আজ ২৪ মে থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে আবারো শুরু হয়েছে লঞ্চ চলাচল। লঞ্চ সচল হওয়ায় এ নৌরুটের ফেরিতে যাত্রী চাপ ও ভোগান্তি দুটিই কমেছে।
বিআইডাব্লিউটিএ শিমুলিয়া লঞ্চঘাটের পরিবহন পরিদর্শক মোহাম্মদ সোলেমান জানান, সরকারি নির্দেশনা মেনে বিধিনিষেধ মেনেই লঞ্চ চলাচল শুরু হয়েছে। নৌরুটে বর্তমানে ৮৭টি লঞ্চ সচল রয়েছে।
এরআগে সর্বশেষ গত ৪ এপ্রিল এ নৌরুটে লঞ্চ চলাচল করেছিল। ৫ এপ্রিল থেকে লঞ্চ চলাচল বন্ধ করা হয়।
এদিকে লঞ্চ ছাড়াও নৌরুটে বর্তমানে ১৭টি ফেরি সচল রয়েছে বলে জানিয়ে বিআইডাব্লিউটিসি সূত্র। তবে স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে।
বিআইডাব্লিউটিসি শিমুলিয়াঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ জানান, লঞ্চ চলাচল শুরু হওয়ায় ফেরিতে যাত্রী একবারেই কমে গেছে। ঘাটে পারাপারের অপেক্ষা তেমন যানবাহনও নেই। যেসব যানবাহন আসছে সেগুলো সহজেই ফেরিতে উঠতে পারছে।