হেফাজতে ইসলামসহ দেশের উগ্রবাদী ইসলামী সংগঠনগুলো নিষিদ্ধ করা ও দেশের কওমী মাদরাসাগুলো সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে নেয়ার দাবী আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের।
আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের একটি প্রতিনিধি দল রবিবার রাতে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসভবনে উনার সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং তার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি হস্তান্তর করে।
এ সময় আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, ধর্মীয় অপব্যাখ্যা ও রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টিকারী হেফাজতে ইসলামসহ সকল জঙ্গীবাদের উস্কানিদাতা ও উগ্রবাদী নামধারী ইসলামী সংগঠনগুলোকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার আহবান জানান। সেই সাথে দেশব্যাপী যত্রতত্র গড়ে উঠা ও অস্বাস্থ্যকর, অমানবিক পরিবেশে পরিচালিত সকল কওমী মাদরাসাগুলো সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে নেয়া তথা সেগুলোর পৃষ্ঠপোষক, পরিচালক, শিক্ষকমন্ডলী, কারিকুলাম, পাঠদান পদ্ধতি সম্পর্কে খোঁজখবর নেয়া এবং শিক্ষা বোর্ডের নিয়ন্ত্রণে আনার প্রস্তাব রাখাসহ তাদের সকল কর্মকান্ড বিষয়ে অধিকতর তদন্তের দাবী জানান।
সংগঠনের নির্বাহী মহাসচিব হযরত আল্লামা মাওলানা আ.ন.ম. মাসউদ হোসাইন আল কাদেরীর নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দের ১১ সদস্যের প্রতিনিধি দল এ সময় উপস্থিত ছিলেন।