করোনা বিধিনিষেধ বাড়ল ১৬মে পর্যন্ত, বন্ধ থাকবে দূরপাল্লার গণপরিবহন

আবারো করোনা পরিস্থিতির কারণে চলমান বিধিনিষেধ ১৬ মে পর্যন্ত বাড়ানো হলো। এমনটাই সিদ্ধান্ত নেয়া হয় আজ সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বৈঠক শেষে এসব তথ্য জানান।

তিনি বলেন, বর্তমানে যেসব বিধিনিষেধ চলমান রয়েছে ,তা বহাল থাকবে। তবে শহর এলাকাগুলোতে বাস বা গণপরিবহন চলাচল করবে। কিন্তু দূরপাল্লার বাস আগের মতোই বন্ধ থাকবে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, জেলার মধ্যে গণপরিবহন চলবে ৬ মে থেকে। কিন্তু এক জেলা থেকে আরেক জেলায় গণপরিবহন বন্ধ থাকবে। এ ছাড়া ট্রেন ও যাত্রীবাহী লন্চ ও নৌযান বন্ধ থাকবে। যেসব শপিং সেন্টারে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানা হবে না, প্রয়োজনে সেসব মার্কেট বন্ধ করে দেওয়া হবে।