পহেলা ফাল্গুনের বসন্ত বরণ আর ভ্যালেনটাইন ডে, দুইয়ে মিলে একাকার এবারের দিবসে। অভ্যাসগত কারণে ও বর্ষপঞ্জির খবর না রাখা অসংখ্য তারুণ্য তাই ৩০শে মাঘেই পালন করে নিয়েছে পহেলা ফাল্গুন। আর ১৪ ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস উদযাপন করেছে পুরোপুরি কিন্তু কিছুটা বেকায়দায় পড়ে তুলনামূলক বর্ষপঞ্জির খবর রাখা তারুণ্য। এবার একই দিনে পড়েছে পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস। দ্বিধায় কাটিয়ে তাই এবারের উৎসব হল ”ফাল্গুনময় ভালোবাসা দিবস”। করোনাভাইরাসও কিছুটা অসহায় ছিল এদিনে।
বাংলাদেশে নব্বইয়ের দশক থেকে ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস নামে উদযাপিত হয়ে আসছে। একই সাথে ১৩ ফেব্রুয়ারি পহেলা ফাল্গুনের বসন্ত বরণ এবং ১৪ ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস পালনের রীতি চলে আসছে প্রায় ২৫ বছর ধরে।
বাংলা একাডেমি বাংলা বর্ষপঞ্জিতে পরিবর্তন আনায় গত বছর থেকে পহেলা ফাল্গুন উদযাপিত হচ্ছে ১৪ ফেব্রুয়ারি, একই দিনে হচ্ছে ভ্যালেনটাইনস ডে’র উদযাপন।