শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, দুলারচর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি, ৬৭নং দুলারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মনিরাবাদ বাঘাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মালেক বাঘা অসুস্থ। তিনি রাজধানীর আজগর আলী হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন।
কিছুদিন পূর্বেও তিনি অসুস্থ হয়েছিলেন। আবারও অসুস্থ্যতা বোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গতকাল ১৭ ডিসেম্বর উনার শারীরিক অবস্থার অবনতি দেখে চিকিৎসকগণ লাইফ সাপোর্টে নেন। তার আশু রোগমুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া প্রার্থনা করা হয়েছে।