হোম ধর্ম ও জীবন রাসুলুল্লাহ (দঃ) এঁর কার্টুন প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালিত

রাসুলুল্লাহ (দঃ) এঁর কার্টুন প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালিত

ফ্রান্সে হযরত মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কে অবমাননা করে বিতর্কিত কার্টুন প্রকাশ ও তা অব্যাহত রাখার ঘোষণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ এবং আহলে সুন্নাত যুব পরিষদের নেতৃবৃন্দ। মুসলমানদের ধর্মীয় অনুভুতিতে আঘাত করে ফ্রান্সের এমন ধারাবাহিক অবমাননাকে অগ্রহণযোগ্য আখ্যায়িত করেছেন সংগঠন দুটির নেতৃবৃন্দ ।
আজ ২৫ অক্টোবর সকালে জাতীয় প্রেসক্লাব চত্বরে এক প্রতিবাদ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালনকালে নেতৃবৃন্দ এসব কথা বলেন। আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের ঢাকা মহানগর উত্তরের সভাপতি পীরে তরিকত আব্দুর রহমান আল কাদেরী’র সভাপতিত্বে অনুষ্ঠতি মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ফ্রান্সে হযরত মোহাম্মদ (দঃ) ও ইসলাম ধর্মের প্রতীকগুলো অবমাননা করে মুসলমানদের অনুভূতিতে ধারাবাহকি আক্রমণের তীব্র নিন্দা জানান। মতপ্রকাশের স্বাধীনতার নামে ধর্মীয় অনুভূতির অবমাননা ও কটূক্তি গ্রহণযোগ্য হতে পারে না। ইসলাম অবমাননার পক্ষে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়লে ম্যাক্রোঁর নেয়া শক্ত অবস্থানেরও সমালোচনা করেছেন আহলে সুন্নাত ও যুব পরিষদের নেতৃবৃন্দ।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে বলা হয়, রাজনৈতিক উদ্দেশ্য সাধন করতে ফরাসি সরকারের বক্তব্য মুসলিম উম্মাহ’র মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। যা মুসলমানদের সঙ্গে ফ্রান্সের সর্ম্পক বিনষ্ট করবে এবং দলীয় র্স্বাথ উদ্ধারের জন্য সবার মধ্যে ঘৃণ্য মনোভাব ছড়িয়ে দিবে। নেতৃবৃন্দের পক্ষ থেকে ধর্মের নামে যেকোন সন্ত্রাসী হামলারও তীব্র নিন্দা জানানো হয়েছে।
উল্লেখ্য যে, ফ্রান্সের প্যারিসের একটি স্কুলে মতপ্রকাশের স্বাধীনতা ক্লাসে শিক্ষার্থীদের হযরত মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এঁর কার্টুন বা ব্যঙ্গচিত্র প্রদর্শন করে সামুয়েল পাতি (৪৭) নামের এক ইসলাম বিদ্বেষী শিক্ষক। তার বিরুদ্ধে স্কুল কর্তৃপক্ষের কাছে মুসলিম অভিভাবকগণ অভিযোগ করেন। এতে কোনো কাজ না হওয়ায় এক পর্যায়ে আব্দুল্লাখ আনজরভ (১৮) নামের এক চেচেন মুসলিম তরুণ রাস্তায় ঐ শিক্ষককে হত্যা করে এবং সেও পুলিশের গুলিতে শহীদ হয়।নিহত ওই শিক্ষক রাষ্ট্রবিজ্ঞান পড়াতো। পরে বুধবার প্যারিসের সরবনে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সংশ্লিষ্ট এক অনুষ্ঠানে ইসলাম বিদ্বেষী ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেছে, আমরা কার্টুন ত্যাগ করবো না। এভাবে ঘোষণা দিয়ে হযরত মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এঁর ব্যঙ্গচিত্র প্রকাশ করা হয়। বিষয়টিকে তারা মত প্রকাশের স্বাধীনতা বলে থাকে। অথচ নিজের মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে অন্যের অনুভুতিতে আঘাত দেয়ার বিষয়টি আদৌ বিবেচনায় নেয়া হয়না। সে প্রেক্ষিতে, ফ্রান্সের রাজধানীতে বহুতল দুটি সরকারি ভবনে হযরত মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এঁর ব্যঙ্গচিত্র আঁকা হয়েছে এবং ব্যাপক পুলিশি পাহারায় তার সুরক্ষাও নিশ্চিত করেছে ওই দেশীয় প্রশাসন। ফ্রান্স বিবৃতি প্রকাশ করেছে, তারা ব্যঙ্গচিত্র কার্টুন প্রকাশনা করেই যাবে। যা কোন ভাবেই গ্রহণযোগ্য নয়।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী বক্তারা একে উস্কানিমূলক, বেপরোয়া, আগ্রাসন, এবং উগ্রতা বলে উল্লেখ করেন। তারা বলেন, আমাদের কি সময় আসেনি এসব কাফেরদের বর্জন করার, তাদের পণ্য ডাস্টবিনে নিক্ষেপ করার। নেতৃবৃন্দ ফ্রান্সের ব্যাপারে শক্ত অবস্থান নেয়র জন্য বিশ্বব্যাপী মুসলিম সংগঠনগুলোর প্রতি আহবান জানান। একই সাথে তারা আলেম উলামাসহ দল-মত নির্বিশেষ সকল ধর্মপ্রাণ মুসলিম ভাইবোনদের প্রতিবাদের আওয়াজ তোলার আহবান জানান।
উক্ত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী থেকে জানানো হয়, উত্তর-পূর্ব প্যারিসের নিন্মআয়ের মানুষের বসতি র্গ্যান্ড পানতিনের একটি মসজিদ বুধবার থেকে ছয় মাসের জন্যে বন্ধ করা হয়েছে। মসজিদটিতে প্রায় দেড় হাজার মুসল্লী নামাজ পড়তেন। কর্তৃপক্ষের এ নির্দেশনার একটি নোটিশও মসজিদের বাইরে লাগিয়ে দিয়েছে পুলিশ। এ ঘটনার পর ফ্রান্সের পুলিশ দেশটির অন্তত ৫০টি মসজিদ ও মুসলিম-অধ্যুষিত এলাকায় ভয়াবহ অভিযান চালায়।।
প্রায় সাড়ে পাঁচ বছর আগে হযরত মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এঁর বিতর্কিত কার্টুন ছাপানোর পর ফ্রান্সের ম্যাগাজিন শার্লি এবদোতে হামলার ঘটনা ঘটে। আবারো সেটা ছাপিয়েছে ম্যাগাজিনটি। এ নিয়ে সমালোচনার ঝড় উঠলেও এর পক্ষে শক্ত অবস্থান নিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। হযরত মোহাম্মদ (দঃ)-এর কার্টুন বন্ধে ব্যবস্থা না নিয়ে শার্লি এবদোর পক্ষে অবস্থান নেয়ার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ এবং আহলে সুন্নাত যুব পরিষদ কর্তৃক আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী মহাসচিব হযরাতুল আল্লামা আলহাজ্ব মাওলানা আ ন ম মাসউদ হোসাইন আল্ ক্বাদেরী, যুগ্ম মহাসচিব আলহাজ্ব অধ্যাপক এম এ মোমেন,আলহাজ্ব মাওলানা মুফতি অধ্যক্ষ আবু জাফর মুহাম্মদ হেলাল উদ্দিনের সাংগঠনিক সচিব আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবদুল মতিন, যুগ্ম সাংগঠনিক সচিব আলহাজ্ব মোশাররফ হোসেন,অর্থসচিব মুফতি মাহমুদুল হাসান আনসারী, দপ্তর সচিব ও যুব পরিষদের আহবায়ক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ ফিরোজ আলম খোকন, সমাজ কল্যাণ সচিব মুহাম্মদ আব্দুছ ছালাম সেলিম, এডভোকেট মুহাম্মদ শাহীদ রিজভী, আরিফ বিল্লাহ রাব্বানী, মাওলানা দেলোয়ার হোসেন নঈমী।
উক্ত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে আহলে সুন্নাত যুব পরিষদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, যুব পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক মুহাম্মদ শফিকুল ইসলাম আল মুজাদ্দেদী ও সদস্য সচিব মোহন মজুমদার এবং উত্তরের আহবায়ক মাজহারুল আনোয়ার চৌধুরী ও সদস্য সচিব মুহাম্মদ শাহজাহান পাটোয়ারীসহ যুব পরিষদ কেন্দ্রীয় ও মহানগরীর নেতৃবৃন্দ।