শেরপুরে মাইক্রোবাসচাপায় নারীসহ দুই পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে সদর উপজেলার তারাকান্দি বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার শিমুলতলীর তারাকান্দি এলাকার আব্দুল গফুরের ছেলে জাফর আলী ও একই এলাকার শহিদুল ইসলামের স্ত্রী খুকি বেগম।
সদর থানার এসআই রুবেল মিয়া জানান, ভোরে জাফর ও খুকি হেঁটে যাচ্ছিলেন। এ সময় একটি মাইক্রোবাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।