মুফতি আলাউদ্দিন জিহাদীর মুক্তির দাবীতে আজ ঢাকায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী

আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদীর নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে এবং সুন্নীয়তের বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীর ডাক দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাআত ঐক‌্য পরিষদ। আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করবে সংগঠনের নেতাকর্মীরা।

উক্ত মানববন্ধন ও বিক্ষোভ কর্মস‌ুচি সফল করতে আহলে সুন্নাত ওয়াল জামাআত ঐক‌্য পরিষদের এক মতবিনিময় সভা গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে হাফিজিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা হাফেজ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় আহলে সুন্নাত ওয়াল জামাআতের নির্বাহী মহাসচিব আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল কাদেরী, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, হেলালীয়া মোজাদ্দেদীয়া দরবার শরীফের পীর সাহেব আল্লামা মোশাররফ হোসেন হেলালী, মগবাজার দরবার শরীফের পীর সাহেব আল্লামা হাবিব উল্লাহ বাগদাদী আল কাদেরী, ঘনিয়া দরবার শরীফের পীরজাদা নাজমুল হক আখন্দ, নারিন্দা আহসানুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবু জাফর মুহাম্মদ হেলাল উদ্দিন, রেলওয়ে হাফিজিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার মুদাররিস আল্লামা মিছবাহুর রহমান আশরাফী, ইসলামী ছাত্রসেনার সাবেক কেন্দ্রীয় সভাপতি ফিরোজ আলম খোকন, সাংগঠনিক সচিব আলহাজ মাওলানা মুহাম্মদ আব্দুল মতিন, মুহাম্মদ আবদুস সালাম, ইসলামিক ফ্রন্টের অর্থ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ শাহীদ রিজভী, ছাত্রসেনা কেন্দ্রীয় সভাপতি এম এম নাঈম উদ্দীন, মাওলানা ইলিয়াস আল কাদেরী ও শফিক আল মোজাদ্দেদী প্রমুখ উপস্থিত ছিলেন।

আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদীর নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এবং সুন্নীয়তের বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে আহলে সুন্নাত ওয়াল জামাআত ঐক্য পরিষদের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচিতে অংশগ্রহণ করে সফল করতে রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকার সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদের প্রতি উদাত্ত আহবান জানান সংগঠনের নেতারা।