আজ ২৭ আগস্ট ঢাকার মতিঝিলে আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ’র কেন্দ্রীয় অফিস উদ্বোধন করা হয়। একইদিনে পবিত্র শোহাদায়ে কারবালা, আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের আজীবন চেয়ারম্যান ইমামে আহলে সুন্নাত আল্লামা কাযী নুরুল ইসলাম হাশেমী (রহঃ), উপদেষ্টা শেরে মিল্লাত আল্লামা মুফতী ওবায়দুল হক নঈমী ও সদ্য ওফাতপ্রাপ্ত আকাবিরে আহলে সুন্নাত রাহিমাহুমুল্লাহনগণের স্বরণ সভা এবং সাবেক আন্তর্জাতিক বিষয়ক সচিব শহীদে মিল্লাত আল্লামা নুরুল ইসলাম ফারুকী (রহঃ) এঁর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠান, পবিত্র শোহাদায়ে কারবালা, স্বরণ সভা ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা আলহাজ্ব মাওলানা শেখ মুহাম্মদ আবদুল করিম সিরাজনগরী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপি, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের মহাসচিব পীরে ত্বরিকত হযরাতুল আল্লামা আবুল কাসেম নূরী (মাঃজিঃআঃ)। শহীদে মিল্লাত আল্লামা নুরুল ইসলাম ফারুকী (রহঃ) এঁর ৬ষ্ঠ শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে উনার বড় সাহেবজাদা, হাইকোর্ট মসজিদের সম্মানিত খতীব আহমেদ রেজা ফারুকী বাবার স্মৃতিচারণ ও হত্যাকারীদের বিচারের দাবি তুলে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ গণ্যমান্য উলামে কেরাম ও সুন্নি জনতা ৷
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের নির্বাহী মহাসচিব হযরাতুল আল্লামা আলহাজ্ব মাওলানা আ ন ম মাসউদ হোসাইন আল্ ক্বাদেরী। এ ছাড়াও গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন কেন্দ্রীয় পর্ষদের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য হযরতুল আল্লামা আলহাজ্ব মাওলানা মুফতি ইব্রাহিম আল্ ক্বাদেরী, হযরতুল আল্লামা আলহাজ্ব মাওলানা মুহাম্মদ হারুনুর রশিদ রেজভী,
আল্লামা কাযী মোদাস্সির হাশেমী, অধ্যক্ষ আল্লামা মুফতি আলী আকবর ফারুকী, পীরে ত্বরিকত হযরতুল আল্লামা আলহাজ্ব মাওলানা মুফতি আব্দুর রহমান আল ক্বাদেরী, অধ্যক্ষ আল্লামা হাবিবুর রহমান, মাওলানা মুহাম্মদ নুরুল হক আনোয়ারী, পীর মাওলানা মুহাম্মদ আবু বকর আনসারী, আলহাজ্ব ফোরকান রেযা,
যুগ্ম মহাসচিব হযরতুল আল্লামা আলহাজ্ব মাওলানা মুফতি অধ্যক্ষ আবু জাফর মুহাম্মদ হেলাল উদ্দিন, অধ্যক্ষ মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, অধ্যাপক এম এ মোমেন, যুগ্ম সাংগঠনিক সচিব আলহাজ্ব মাওলানা মুহাম্মদ রফিকুল আযম আশরাফী, অর্থ সচিব মাওলানা মুফতি মাহমুদুল হাসান আনসারী, সহ শিক্ষা ও প্রশিক্ষণ সচিব মাওলানা মুফতি অধ্যক্ষ নুরুল ইসলাম খান শাহীন, সাহিত্য ও সংস্কৃতি সচিব আলহাজ্ব মাওলানা আ ন ম তোফায়েল আহমাদ, পীরজাদা মাওলানা মুহাম্মদ আরিফ বিল্লাহ রাব্বানী, সহ দপ্তর সচিব আলহাজ্ব শাহজাদা মুহাম্মদ বেলাল উদ্দিন শাহ, অধ্যক্ষ আল্লামা নুরুল আলম, মাওলানা মুহাম্মদ খোরশেদ আলম প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় সাংগঠনিক সচিব আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবদুল মতিনসহ আরও অনেকে।