সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের অবস্থা সংকটাপন্ন

সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের অবস্থা সংকটাপন্ন। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ডিপ কোমায়। তাকে রাখা হয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভেন্টিলেশন সাপোর্টে। শুক্রবার অস্ত্রোপচারের পর থেকে এখনও জ্ঞান ফেরেনি তার।

চিকিৎসকরা ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রেখেছেন তাকে। রক্তচাপজনিত সমস্যা নিয়ে গত ০১ জুন থেকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি আছেন তিনি। ভর্তির কয়েক ঘণ্টা পরই তার করোনা পরীক্ষা পজিটিভ আসে। শুক্রবার সকালে হঠাৎ তার মস্তিস্কে রক্তক্ষরণ শুরু হয়। অস্ত্রোপচার করা হলেও এখনও অচেতন তিনি।

নাসিমের রোগমুক্তি কামনায় ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দোয়া-মাহফিলের আয়োজন করা হয়। এতে ভিডিও কনফারেন্সে যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।