উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন প্রায় তিন সপ্তাহ পর জনসম্মুখে এসে একটি সার কারখানার প্ল্যান্টের উদ্বোধন করেছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) পরে কিমের ফিতা কাটার ও উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে বসে থাকার ছবিও প্রকাশ করেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
শুক্রবার কিমকে জনসম্মুখে দেখে লোকজন ‘গগনবিদারী হুররে উল্লাসধ্বনিতে ফেটে পড়ে’ বলেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা। পিয়ংইয়ংয়ের উত্তরে অবস্থিত ওই কারখানাতে কিমের সঙ্গে তার বোন কিম ইয়ো জংসহ দেশটির সরকারের বেশ ক’জন ঊর্ধ্বতন কর্মকর্তাও ছিলেন।
উত্তর কোরিয়ার শীর্ষ নেতা তার বক্তৃতায় কারখানার উৎপাদন ব্যবস্থাপনায় সন্তোষ জানান এবং দেশের রাসায়নিক শিল্প ও খাদ্য উৎপাদনে সার কারখানাটির অবদানের প্রশংসা করেন, বলেছে কেসিএনএ।
উত্তর কোরিয়ার গণমাধ্যমের এ প্রতিবেদন ও ছবির সত্যতা যাচাই করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স। দেশটির কঠোর গোপনীয় শাসনব্যবস্থার কারণে সেখানকার সংবাদ সংগ্রহ বেশ কষ্টসাধ্য, বলেছে তারা।
দাদা কিম ইল সুংয়ের জন্মবার্ষিকী ও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে কিমের অনুপস্থিতির পর থেকে তার স্বাস্থ্য নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনা চলছিল। শুক্রবারের আগে উত্তর কোরীয় গণমাধ্যমগুলোতেও ১২ এপ্রিলের পর কিমের জনসম্মুখে আসার আর কোনো খবর ছিল না।